পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাহিত্য মেলা ২০২৩ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৪ জুলাই তেঁতুলিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে দুই দিন ব্যাপী সাহিত্য মেলার আয়োজন নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় সাহিত্য মেলার আয়োজন নিয়ে কথা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, কাজী মাহমুদুর রহমান ডাবলু। উক্ত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার কবি লেখক ও সাহিত্যক বৃন্দ।
এছাড়াও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন পঞ্চগড় উদিচী শিল্পি গোষ্ঠি, সভাপতি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী অধ্যাপক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় সরকারী মহিলা কলেজ।
আগামী ২৭ ও ২৮ জুলাই তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/জে আই