প্রবল ঘূর্ণিঝড় মোখায় চরম ঝুকিতে কক্সবাজারের টেকনাফ। ইতোমধ্যে বিভিন্ন দূর্গত এলাকা পরিদর্শন করেছেন এমপি দম্পতি। একই সাথে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও লোকজনের সাথে মুটো ফোনে কথা বলে খোজ খবর নিচ্ছেন সাংসদ শাহীন বদি। তবে এই দূর্যোগে চোখে ঘুমনেই সাবেক সাংসদ আব্দুর রহমান বদির। টেকনাফের প্রতিটি উপকূলীয় এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি হিসেবে গত দুই দিন ধরে টেকনাফ উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে আছেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। প্রতিটি সাইক্লোন সেল্টার ও আপদকালীন সময়ের জন্য নির্ধারিত আশ্রয় কেন্দ্র গুলো ঘুরে ঘুরে দেখছেন এমপি বদি দম্পতি। ঝুকিপূর্ণ এলাকা গুলো থেকে লোকজন আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি আনুসাঙ্গীক বিষয় গুলো স্বশরীরে তদারকি করছেন।
সরেজমিনে দেখাগেছে, গতকাল শনিবার থেকে আশ্রয় কেন্দ্রে আসার প্রস্ততির জন্য প্রতিটি এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে নগদ অর্থ বিতরন করছেন সাবেক এমপি বদি। সারারাত প্রতিটি এলাকা ঘুরে বিপদগ্রস্থ মানুষের খোঁজ খবর রেখেছেন। এছাড়াও আজ রোববার প্রতিটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে আশ্রয় নেয়া প্রতিটি নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
সাবেক সাংসদ বদি বলেন, আপদ কালীন সময় মোকাবিলার জন্য এমপি শাহীন বদির পক্ষ থেকে আমি স্বেচ্ছাসেবকের মতো মাঠে রয়েছি। প্রতিটি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে একটি করে স্বেচ্ছাসেবক কমিটি করে দিয়েছি। আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য রান্না করা খাবার ও প্রয়োজনীয় মেডিসিনের ব্যবস্থা করে দিয়েছি।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ইউপি সদস্য নোমান, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান খোকন জানান, এমপি শাহীন বদি ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন শেষে প্রতিনিয়ত মুটোফোনে আমাদের সাথে যোগাযোগ রাখছেন।
এদিকে শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর ও বাহারছড়া আশ্রকেন্দ্রের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, টেকনাফে অনেক নেতা আছেন কিন্তু তাদের চোখে দেখিনি। এমপি শাহীন বদি ও সাবেক এমপি বদি সবকিছু দেখা শোনা করছেন তাতেই আমরা সন্তুষ্ট।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান- এমপি ম্যাডাম বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। তার হয়ে সাবেক এমপি আব্দুর রহমান বদি সার্বক্ষনিক দুর্গত এলাকায় আছেন। তবে এমপি ম্যাডাম সার্বক্ষনিক জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ রাখছেন এবং সার্বিক নির্দেশনা দিচ্ছেন।
বার্তা বাজার/জে আই