কক্সবাজারের পালংখালীতে অভিযান চালিয়ে দেশী বিদেশী ৩টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ মোঃ ওসমান (৩১) নামের এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সে উখিয়া উপজেলার পালংখালী নলবুনিয়া এলাকার সুলতান আহম্মদের ছেলে।

রোববার ভোরে পালংখালী নলবুনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি ক্যাম্প-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হোসেন।

তিনি বলেন, ১৬ জুলাই ভোরে উখিয়া পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ওসমান নামে একজন ব্যক্তিকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি মতে তার বসত ঘর থেকে ১টি প্লাস্টিকের বস্তায় লুকানো ১টি ওয়ান শুটার গান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ও অস্ত্র-গোলাবারুদ ও মাদক কারবারের সাথে জড়িত।

আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার/জে আই