সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রকৌশলী খলিলুর রহমান, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, ইন্সট্রাক্টর শীতল চন্দ্র, সিনিয়র শিক্ষক আবুল হাসনাত, জব প্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন, জাপানি ভাষা শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা, উন্নত দেশ গঠনে যুবদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান।

বার্তাবাজার/রাহা