টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে প্রেসক্লাব মির্জাপুর’র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক ভিপি আবু আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম-আহ্বায়ক সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।
বার্তাবাজার/রাহা