সীমান্তে টহলরত অবস্থায় চোরাকারবারীকে ধাওয়া করার পর অসুস্থ হয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বালারহাট বিওপির মাহবুব আলম নামের এক সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১১ জুলাই রাত নয়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে চোরাকার বাড়িকে ধাওয়া করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যে পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ১৫ এর সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সুত্রে জানা যায়, চোরাকারবারীকে ধরার উদ্দেশ্যে রাত আটটার সময় ফাঁদ পেতে থাকেন বিজিবির তিন সদস্য। ওই সময় বারমাসি নামক নদীর পাড় দিয়ে মাদক চোরাকারবারীকে আসতে দেখলে টহল দলের সদস্যরা তাকে ধাওয়া করে। টহল দলের তাড়া খেয়ে চোরাকারবারী নদীতে ঝাপ দেয়। ঐ সময়ে টহল দলের সদস্য নম্বর-৮৭৪৬৭ সিপাহী মোঃ মাহাবুব আলম স্বপ্রণোদিত হয়ে চোরাকারবারীকে ধরার উদ্দেশ্যে সাথে থাকা অস্ত্র ও বান্ডুলিয়ার নদীর পাড়ে রেখে নদীতে ঝাপ দিয়ে চোরাকারবারীকে তাড়া করে এবং নদীর অপর প্রান্তে পৌঁছায়। তাকে সহায়তা করার জন্য পিছনে থাকা টহল দলের অপর সদস্য নম্বর-৮৭১৪৩ সিপাহী মোঃ মিজানুর রহমান নদীর অপর প্রান্তে পৌঁছায়।

এরপর সিপাহী মোঃ মাহাবুব আলম কয়েক কদম হাঁটার পর পানিতে অজ্ঞান হয়ে পড়লে তৎক্ষণাত পিছনে থাকা টহল দলের সদস্য নম্বর-৮৭১৪৩ সিপাহী মোঃ মিজানুর রহমান স্থানীয়দের মাধ্যমে নৌকায় করে ডাঙ্গায় নিয়ে আসেন। পরবর্তীতে টহল দলের অন্যান্য সদস্যসহ সিপাহী মোঃ মাহাবুব আলমকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কতৃপক্ষ মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং জ্ঞাপন করছেন।

বার্তা বাজার/জে আই