পায়ে হেটে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য সৌদি আরদের উদ্দ্যেশে রওনা দিলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী বাতাবাড়ীয়ার যুবক আলিফ মাহমুদ।
২০২৪ সালের জিলহজ মাসে অনুষ্ঠিতব্য পবিত্র আয়োজনে হজ্জ করবেন তিনি।
সুদীর্ঘ এই পরিক্রমায় প্রায় ৬ হাজার ৭শত কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রায় মক্কায় পৌছাবেন তিনি। পথিমধ্যে ভারত, পাকিস্তান, ইরান, আমিরাত, হয়ে সাউদী আরবে প্রবেশ করবেন তিনি। বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি। এর আগে বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলের মাধ্যমে পরিভ্রমণ করে আলোচনায় আসেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার এই হজযাত্রার বিষয়ে সমূহ সহযোগীতার আহ্ববান জানিয়ে সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্যাতিক বিভিন্ন মহলের কাছে আবেদন করেছেন তিনি। একই সাথে সামাজিক মাধ্যমে তার যাত্রাকে সতস্ফূর্ত ভাবে প্রশংসায় ভাসাচ্ছেন নেটজেনরা। সকলের প্রত্যাশা তিনি সফল ভাবে পদব্রজে হজ্জ পালনে সক্ষম হবেন।
ইতিপূর্বে পায়ে হেটে হজ্জ করে আলোচনায় আসেন ভারতের বাসিন্দা শিহাব চত্তুর।
পায়ে হেটে হজ্জ পালনের ব্যাপারে ধর্মীয় অভিজ্ঞদের নানবিধ অভিমত থাকলেও আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকলে এ বিষয়ে ধর্মীয় কোন বাঁধা নেই বলে জানান কিছু সংখ্যক মুসলিম ধর্মাজ্ঞ।