প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলটির অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দেন।

মুশফিক তার পোস্টে লেখেন- এর চেয়ে ভালো খবর আর হতে পারত না। শুনে খুব খুশি হলাম, আমরা আবার ড্রেসিংরুম শেয়ার করব। ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু হবে এবং অদূর ভবিষ্যতে আমরা একসঙ্গে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনব।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে করে কান্নাজড়িত কণ্ঠে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

শুক্রবার অভিমানী তামিমকে গণভবনে ডেকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের সঙ্গে গণভবনে যান তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গণভবন থেকে বেরিয়ে তামিম জানান অবসর প্রত্যাহারের কথা।

বার্তাবাজার/এম আই