শুক্রবার (৭ জুলাই) বাদ জুম্মা বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা জামায়েতের সাবেক নায়েবে আমীর আলমগীর হোসাইন, বগুড়া শহর জামায়েতের আমীর আবিদুর রহমান সোহেল এবং শিক্ষক মওলানা আব্দুল হামিদ বেগ। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা জামায়েতের সাবেক নায়েবে আমীর আলমগীর হোসাইন বলেন, যারা আল কোরআনের অবমাননা করে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোন মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি।

বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশ শহরের প্রধান সড়ক সাতমাথা হয়ে থানা মোড় ঘুরে আবার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে যেয়ে শেষ হয়। এতে জামায়েত নেতাকর্মীসহ প্রায় পাঁচ হাজারের বেশি মুসলীম অংশগ্রহণ করে।

বার্তাবাজার/রাহা