জাতীয় দল থেকে বাদ পড়ার পর আবারো দলে ফিরে খেলার সুযোগ পায় আফিফ হোসেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে আস্থার প্রমাণ দিতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। আফগানদের বিপক্ষে মাত্র ৪ রান করেই সাজঘরের পথ ধরেন আফিফ। তার বিদায়ে মাত্র ১২৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন আফিফ হোসেন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে দেশ ও দেশের বাইরে সিরিজে বাংলাদেশ দল থেকে বাদ পড়েন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া লিগে আগ্রাসী মানসিকতার পরিচয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আবারও নিজের জায়গা ফিরে পান আফিফ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন দল আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ১১০.৬৬ স্ট্রাইকরেটে ৫৫০ রান করেছিলেন আফিফ। যার ফলে বিশ্বকাপের আগে ব্যাটিংয়ে সাত নম্বর পজিশনে তাকে আবারও সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট।

বার্তাবাজার/এম আই