বিএনপি’র অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) উপজেলা আ’লীগের উদ্দ্যেগে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের চৌরাস্তায় গিয়ে শেষ করে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, জেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, যুবলীগ সম্পাদক রমজান আলী সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করেছে । এরই মধ্যে বেশকিছু যানবাহনে আগুন দিয়েছে। তাদের
অপ-রাজনীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে। আরোও বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করে। তাই তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখতে সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে বলে জানান নেতারা।

বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

বার্তা বাজার/জে আই