কুমিল্লার দেবীদ্বার পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোট চাইতে নামেন মঙ্গলবার সকালে।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক বাশার কোন শোডাউন ও দলবলের বহর ছাড়াই ছুটছেন এখন ভোটারদের দুয়ারে দুয়ারে। সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এমন বার্তা পৌঁছে দেবার চ্যালেঞ্জ মোকাবিলায় তাই সজাগ দৃষ্টি।

দেবীদ্বার পৌরনির্বাচন হবে ১৭ জুলাই। এতে স্বতন্ত্র মেয়র পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে লড়ছেন সাংবাদিক বাশার। অন্যদিকে এ পৌরসভায় প্রার্থিতায় রয়েছেন আরো তাকেসহ আরো আটজন প্রার্থী।

মনোনয়ন জমা দেয়ার পর্ব শেষে প্রতীক বরাদ্দের পর থেকে এখন চলছে ভোট প্রচার। জনসংযোগে জোর দিয়েছে সব পক্ষ। সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে সাংবাদিক বাশার সমর্থকদের।

সাংবাদিক বাশার নিজ কর্মীদের জনসংযোগ বাড়াতে তাগাদা দিয়ে বলেছেন, জিতে গেছি ভেবে হাত গুটিয়ে থাকলে চলবে না। যেতে হবে সবার ঘরে।

বার্তাবাজার/রাহা