ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা) সংগঠনের আয়োজনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ডুসা সংগঠনটির সভাপতি শাহারিয়া নাজিম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
সংগঠনটির সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কুদরত-ই-হুদা, বিএডিসি’র সংস্থাপন বিভাগের উপ-পরিচালক পলাশ হোসেন, বেদন শাহ্ হজ্জ কাফেলার চেয়ারম্যান কবির আহমেদ লিঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ্ নজীর মাসুদ ও ডুসা’র প্রতিষ্ঠিতা সভাপতি আজমুল আজিজ প্রমুখ।
এমন আয়োজনের বিষয়ে সংগঠনটির সদস্যরা বার্তা বাজার’কে বলেন, ‘ভালো জায়গায় পৌঁছানোর পর অনেকেই হয়তো তাদের সংবর্ধনা দেবেন। তবে আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে চাই। শিক্ষার্থীরা যাতে মেধা বিকাশের মাধ্যমে যোগ্য হয়ে গড়ে উঠতে পারে সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন।’