পিরোজপুর জেলার ০৭ টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ।

আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পিরোজপুরের জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহ্বাজ্জ এ কে এম এ আউয়াল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, এম এন খালেদ রবি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।

এ সময় জেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে পাঁচ হাজার টাকা করে সম্মাননা অর্থ প্রদান করা হয়। পরে এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের দুই হাজার পাঁচশ টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের তিন হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বার্তাবাজার/রাহা