টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জুন) বিকেলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক পদপ্রত্যাশীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে তারা কার বা কোন পক্ষের সমর্থক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পর্যায়ক্রমে কলেজের ভিতর ও বাহিরের মাঠে চলে দফায় দফায় সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় চেয়ার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রথম অধিবেশন সমাপ্তি করে দ্বিতীয় অধিবেশন শুরু করে নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে হাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও আমিনুর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, সদস্য আব্দুস সালাম প্রামানিক, সদস্য নাবিলা নুহাত চৈতি, সদস্য মনিরুজ্জামান মনির, সদস্য রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, সহ-সভাপতি আব্দুল মোমেন, সহ-সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব প্রমুখ।

এসময় টাঙ্গাইল জেলা, উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদপ্রার্থী অপু শেখ, খন্দকার রাসেল, মাসুম রানা, জোবায়ের সিদ্দিকী, মাহফুজুর রহমান, লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম, শিশির আহম্মেদ বিপ্লব, মো. মোবারক হোসেনের জীবনবৃত্তান্ত জমা নিয়ে অধিবেশন সমাপ্ত করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, পরিস্থিতি বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে, কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।

বার্তাবাজার/এম আই