জেলা পুলিশের মাসিক সভা বুধবার (২১ জুন) অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালায় তাদের পুরস্কৃত করেন জেলার পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন তিনি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, মাদকদ্রব্য উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করায় মুরাদনগর থানার গ্রাম পুলিশ আব্দুর সাত্তার, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করতে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গ্রাম পুলিশ নান্দু মিয়া ও গোপন তথ্যের মাধ্যমে গাঁজা উদ্ধারে সহযোগিতা করার জন্য বুড়িচং থানার গ্রাম পুলিশ সুভাস দাস।

এ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন বিভাগে কৃতিত্বের জন্য কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া, কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নয়ন মিয়াসহ (বর্তমানে তিতাস থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত আছেন) আরও অনেককে পুরস্কৃত করেন।

জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রামপুলিশ সর্বদা থানা পুলিশকে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে। আমি চেষ্টা করেছি, তাদের তাদের সাহসিকতার জন্য অনুপ্রাণিত করতে। আশা করছি, আগামীতে এ পুরস্কারের পরিধি আরও বৃদ্ধি করা হবে।

এ সময়ে কুমিল্লা জেলা পুলিশের এ কর্মশালায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/রাহা