বান্দরবানের লামা উপজেলায় চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ হাজার ৬ শত ৫১ ভোটের ব্যবধানে জাকের হোসেন মজুমদারের মোটরসাইকেল প্রতীককে হারিয়ে আনারস প্রতীকের মো. মোস্তফা জামাল দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
মঙ্গলবার (২১ মে) রাতে লামা উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
ফলাফল অনুযায়ী, মো. মোস্তফা জামাল আনারস প্রতীকে ২০ হাজার ৬ শত ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট।
এদিকে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মত ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস। একই সাথে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে প্রজাপতি প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন মহিলা আ.লীগের নেত্রী সুলতানা নাজমা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লামা উপজেলায় ৮২ হাজার ০৩ জন ভোটার এবং ৪১টি ভোট কেন্দ্র রয়েছে।