কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে জুলাই মাসের প্রথম সপ্তাহে ৫ হাজার মিশুক ও ১ হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। এ জন্য কাউন্সিলরদের প্রত্যয়ন নিয়ে সিটি করপোরেশনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) শাখায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যার ভিত্তিতে এ নিবন্ধন দেওয়া হবে।

এদিকে ১ জুলাই থেকে নগরে পাঁচ আসনের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক), দুই আসনের ইঞ্জিনচালিত রিকশা ও নিবন্ধনহীন কোনো বাহন চলতে পারবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, নিবন্ধনহীন কোনো যানবাহন নগরে চলতে পারবে না। এ ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব।

কুমিল্লা সিটি করপোরেশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিটি এলাকায় যানজট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে নগরবাসী প্রতিদিন দুর্ভোগে পড়ছে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, প্রভাব পড়ছে অর্থনীতিতে। এ অবস্থায় শপিং মলের পার্কিং খালি করা, সড়ক থেকে ভ্যানগাড়ি ও ফুটপাত থেকে দোকান উচ্ছেদ এবং যানবাহন সীমিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ১ জুলাই থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক), ইঞ্জিনচালিত রিকশা ও নিবন্ধনহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। তবে পাঁচ হাজার মিশুক ও এক হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধনধারী মিশুক ও রিকশায় রং লাগিয়ে দেওয়া হবে। চালু করা হবে মিনিবাসও।

কুমিল্লা সিটি করপোরেশনের নিবন্ধন পরিদর্শক কাজী আতিকুর রহমান বলেন, এক হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। নগরে কোনো ইজিবাইক চলবে না। এ ছাড়া পাঁচ হাজার মিশুক নিবন্ধন দেওয়া হবে। মিশুকের নিবন্ধন পেতে ফরম খরচ ১০০ টাকা, নিবন্ধন খরচ ৫ হাজার টাকা।

কুমিল্লা নগরের যানজট নিরসনে নয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মঙ্গলবার বিকেলে সিটি মেয়র আরফানুল হক রিফাত বলেন, নগরে দুই আসনের সীমিতসংখ্যক রিকশা ও মিশুক নিবন্ধ দেওয়া এবং মিনিবাস সেবা চালু করা হবে। অবৈধ যানবাহন ১ জুলাইয়ের আগে সরিয়ে নিতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাস নগরের পুলিশ লাইনস, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজ পথে চলতে পারবে না। যাঁরা নিয়ম মানবে না, তাঁদের জরিমানার আওতায় আনা হবে।

বার্তাবাজার/রাহা