পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পীরগঞ্জ ওয়াল্ড ভিশন এডিপির শিশু ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় ওয়াল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ এডিপির ম্যানেজার ডায়মন্ড ঘাগড়া, মনিটরিং সোহরাব হোসেন, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল, সহসভাপতি সরওয়ার জাহান, সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, সিনিয়র সাংবাদিক হাসান আলী প্রধান, আব্দুল্লাহীল বাকী বাবলু, পাঠাগার সম্পাদক বখতিয়ার রহমান, শিশু ফোরাম সদস্য শিক্ষার্থী ইসরাতুল জাহান মৌ প্রমূখ আলোচনায় অংশ নেন। সভায় ওয়াল্ড ভিশনের উদ্যোগে পীরগঞ্জে সংস্থাটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এতে প্রেসক্লাবের প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী ও শিশু ফোরামের সদস্যরা অংশ গ্রহন করেন।
বার্তাবাজার/রাহা