চট্টগ্রামে প্রতারক মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান।
ওসি বলেন, গ্রেফতার ইয়াসমিনা হক (৪৫) নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করেন ইয়াসমিন। তার বিরুদ্ধে মোট ৯টি প্রতারণার মামলা রয়েছে।
প্রতারিত ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যার পরিপ্রেক্ষিতে রোববার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/এম আই