ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাঙ্গন প্রতিরোধে মধুমতি নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাংসদের সহধর্মিণী সেলিনা আক্তার, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ কুবাদ হোসেন, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ ও গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম প্রমুখ।

এরআগে গত ৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আলফাডাঙ্গা উপজেলার মধুমতির অব্যাহত নদীভাঙন রোধে গৃহীত প্রকল্পে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা, পশ্চিম চরনারানদিয়া, দক্ষিণ চরনারানদিয়া, গোপালপুর ইউনিয়নের দিগনগর ও বাজরা এলাকার প্রবল নদীভাঙনকবলিত স্থানে বিদ্যমান সরকারি-বেসরকারি স্থাপনা, স্থাবর-অস্থাবর সম্পত্তি, বিদ্যালয়, হাটবাজার, রাস্তা, ব্রিজ, ফসলি ও বাসযোগ্য জমি, কমিউনিটি ক্লিনিক, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনাসহ রক্ষা করা সম্ভব হবে।

একনেকে প্রকল্প পাসের খবরে খুশির জোয়ার বইছে ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীভাঙন রোধে প্রকল্প পাসে প্রধানমন্ত্রী, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দিচ্ছেন অনেকে।

বার্তাবাজার/এম আই