সন্ত্রাসী হামলায় বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন জয়পুরহাট জেলা সাংবাদিক ঐক্যজোট, জয়পুরহাট জেলা প্রেসক্লাব, জয়পুরহাট মডেল প্রেসক্লাব, প্রেসক্লাব জয়পুরহাট ও সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, আর টিভির জেলা প্রতিনিধি ও টেলিভিশন রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব জয়পুরহাটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মিলন রায়হান মোহনা টেলিভিশন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে।

এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। অতিদ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে জয়পুরহাটের কর্মরত সাংবাদিকরা।

বার্তাবাজার/এম আই