সন্ত্রাসীদের হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা।

শুক্রবার (১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করে ফাঁসির কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান পঞ্চগড় জেলার কর্মরত সাংবাদিকরা। খুনিদের বিরুদ্ধে আইনগত কুঠোর ব্যবস্থা না নিলে, আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

সাংবাদিকরা আরো বলেন, গণমাধ্যমে কাজ করে মানুষের কাছে সব সত্য খবর পৌছে দেই। এর মাঝে কিছু অসাধু ও খারাপ মানুষের মুখোশ উম্মচন করতে গিয়ে হামলা ও হত্যার শিকার হয় সাংবাদিকরা। এর মাঝে আবার ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক নাদিম হত্যার ঘটনার গত কয়েক দিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক প্রতারক নারীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয় স্থানীয় বাংলা টিভির সাংবাদিক ডিজার হোসেন বাদশা।

পুলিশ সত্যতা না দেখে ভুক্তভোগীদের মামলা গ্রহণ না করে, ওই নারীর মামলা গ্রহণ করায় তিব্র নিন্দা জানায়। এদিকে গণমাধ্যমের স্বাধীনতা না থাকা সত্বেও জীবন ঝুঁকি নিয়ে চলা সাংবাদিকদের পাশে সরকার ও প্রশাসনকে থাকার আহব্বান জানান বক্তারা। পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন/ সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকুল আলম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ-জালাল, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলানিউজ ও সময়
টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হোসেন রায়হান, বাংলা ভিশনের সাংবাদিক মোশারফ হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজু, আর টিভির প্রতিনিধি হারুন, যমুনা টিভির প্রতিনিধি রনি মিয়াজীসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এম আই