রংপুরের মিঠাপুকুরে ১২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট মাজহারুল ইসলামকে আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। বুধবার (১৪ জুন) রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ী উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্দার কোটা গ্রামে।
পুলিশ জানায়, মাদক মামলায় আদালতের রায়ে ১২ বছর ৬ মাসের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাদক মাদক সম্রাট মাজহারুল বুধবার একটি মামলায় আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। পরে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মাননীয় আদালতের রায়ের পর সাজাপ্রাপ্ত আসামী মাজহারুর ইসলাম দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/জে আই