ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকালে ৮টার দিকে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার সোহগী ইউনিয়নের বৃ- কাঠালিয়া গ্রামে সকালে বাড়িতে চার নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। তার মধ্যে রফিকুল ইসলাম ছিলেন বসত ঘরে। এমন সময় শুরু হয় বৃষ্টি হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারী গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জহুরা খাতুন ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন, একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
বার্তাবাজার/এম আই