চট্টগ্রামে রিকশাযাত্রীর চেইন ছিনতাইয়ের সোহেল রানা ওরফে বাটু (৩১) নামে এক ছিনতাইকারীকর গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির।
তিনি বলেন, গত ৩ জুন রাতে সত্যজিত চৌধুরী নামের এক ব্যবসায়ী তার স্ত্রী সন্তানকে নিয়ে সিএনজি অটোরিকশা করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে আন্দরকিল্লা তাজ সাইন্টিফিক সার্জিক্যালের সামনে এক ছিনতাইকারী সত্যজিত চৌধুরীর স্ত্রীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন সত্যজিত চৌধুরী।
মামলার পর পুলিশের অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন হাজারি গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ছিনতাই করা ১০ আনা ওজনের সোনার চেইন।
গ্রেফতার সোহেল রানা ওরফে বাটু নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পশ্চিম চড় উড়িয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি বাকলিয়ার ইসহাকের পুল এলাকায় বসবাস করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আজ বুধবার আদালতে হাজির করা হবে।
বার্তাবাজার/এম আই