ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ত্রিশ কেজি গাঁজা সহ মোঃ মোবারক প্রকাশ ইদন (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ ১৩ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী এলাকা থেকে ৩০ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।আটকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মোঃ জাহের মিয়ার ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম অফিযান চালিয়ে আটকৃত ব্যাক্তির নিজ ঘর থেকে ৩০ কেজি গাঁজা সহ তাকে আটক করেন।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানের মাধমে এক গোপন সংবাদের ভিত্তিতে আটকৃত ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগেও একাদিক মাদক মামলা রয়েছে।।
বার্তা বাজার/জে আই