অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ইভিএম পদ্ধতিতে কক্সবাজার পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ভোট।
সোমবার সন্ধ্যা ৭টার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ কক্ষে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এ ফলাফল ঘোষণা করেন ।
এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে সৈকত বিদ্যালয়ের কেন্দ্রে ইভিএম মেশিনের যান্ত্রিক ক্রুটির কারনে দুপুরের দিকে ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকার মনোনয়ন দিয়েছেন। কক্সবাজারের জনগন প্রধানমন্ত্রীর আস্থার প্রতি সম্মান দিয়েছেন। এই বিজয় আমি কক্সবাজার পৌরবাসীকে উৎসর্গ করলাম।
কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার/জে আই