বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করীমের উপরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা। সোমবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি মুহাঃ ফয়জুল করিমের উপর উপর হামলার ঘটনা ঘটে। তারই প্রতিবাদে লালমনিরহাট রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মিশন মোড় পর্যন্ত এসে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন আল্লাহ শাইকুল শুধু বরিশালের মেয়র প্রার্থী নন তিনি সারাদেশের আলেম-ওলামাদের হৃদয়ের স্পন্দন। তার উপর হামলায় ঘটনায় আমাদের রক্তক্ষরণ হচ্ছে। ইসলামের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে ইসলাম জয়লাভ করে।এটি তারই নমুনা,আগামীতে ইসলামের বিজয় সুনিশ্চিত।আগামী যেকোন আন্দোলনে আমরা কাপনের কাফন পরে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মোঃ আজহারুল ইসলাম, সহ-সভাপতি, মোঃ মোকছেদুল ইসলাম সেক্রেটারী, মোঃ রমজান গাজী, সাংগঠনিক সম্পাদক সহ দুই শতাধিকের বেশী নেতাকর্মী।
বার্তা বাজার/জে আই