বরিশাল সিটি কর্পোরেশনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৫৬,১৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ১৭,৬০৮ ভোট। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বরিশাল সিটির ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি বুথে ইভিএম মেশিনে এই ভোট হয়। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

এবার বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

সিটি নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৯ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪২ জন।

বার্তা বাজার/জে আই