রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যাগ থেকে দুই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (১১ জুন) মিঠাপুকুর হাইওয়ে পোস্ট অফিসের সামনে রংপুর-বগুড়াগামী লিজা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আরিফপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং তাজহাট থানার ঘাঘটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আক্তারুল ইসলাম মৃদৃল (৩৫)।
এসআই ইমরান হোসেন জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা যাত্রীবেশে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পরিবহন এবং সরবরাহ করতো।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এম আই