টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগ করেছেন এক স্বামী পরিত্যাক্তা নারী। গত শনিবার (১০ জুন) বিকেলে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের পৌরসভার বাইমহাটি গ্রামের বাড়িতে গেলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রোববার (১১ জুন) সকালে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

থানায় করা অভিযোগ সূত্র ও ভুক্তভোগী নারী জানান, প্রায় বছর খানেক আগে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর অভিযুক্ত ছানোয়ার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ছানোয়ারের প্রস্তাবে রাজি হয়ে স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। অভিযুক্ত ছানোয়ারের কথায় ওই নারী হিন্দু সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও ধর্মান্তরিত ও বিবাদের কাগজপত্র ছানোয়ার কৌশলে তার নিজের কাছে রেখে দিয়েছেন বলে ওই নারী দাবি করেন।

তিনি আরও জানান, ছানোয়ার তাকে স্ত্রী হিসেবে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটির শাহজাহান ও রফিক মাস্টারের বাড়িতে বাসা ভাড়া করে রাখেন। বিষয়টি ছানোয়ারের পরিবারের লোকজনও অবগত। কিন্তু হঠাৎ করে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে ভরণপোষণ দেয়া বন্ধ করেন এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি দিবেনা বলে জানান। অভিযুক্ত ছানোয়ার বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও দাবি করেন ওই নারী।

বাইমহাটি কবরস্থান এলাকার শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত দুই মাস আগে ওই নারীকে ছানোয়ার তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। কিন্তু পরে তার প্রথম স্ত্রী এসে অভিযোগ করলে আমি ওই দিনই তাদের বাসা থেকে বিদায় করে দেই। অভিযুক্ত ছানোয়ারের সাথে যোগাযোগে তিনি এ বিষয়ে সামনা সামনি কথা বলবেন বলে ফোন রেখে দেন। মির্জাপুর থানার ডিউটি অফিসার মাহফুজ রহমান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন।

বার্তাবাজার/এম আই