১৪ কোটি ১৬ লাখ টাকার হিরোইন নিয়ে বাংলাদেশের কাস্টমস পার করে গেলেও ভারতের কাস্টমসের হাতে আটক হয়েছেন দুই কেজি ২৩ গ্রাম হেরোইন নিয়ে ভারতীয় এক নাগরিক।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতীয় ওই নাগরিক গত শুক্রবার (৯ জুন) ভারতের আগরতলা কাস্টমসে দুই কেজি ২৩ গ্রাম হেরোইন নিয়ে আটক হয়। যার বাজার মূল্য ১৪ কোটি ১৬ লক্ষ টাকা। আটকৃত ব্যাক্তি ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস।

ভারতীয় কাস্টমসের প্রেস বিজ্ঞপ্তি ও আগরতলার স্থানীয় কয়েকটির পত্রিকার প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ওই ব্যাক্তি কাতারের দোহা থেকে বিমানে করে ঢাক বিমানবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আগরতলা যায়।

বিশ্বস্ত সূত্রে আরো জানাযায়, ওই ব্যক্তি কালো রঙের স্যুটকেসের ভেতর স্ক্যানার রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দুটি প্যাকেটে করে হেরোইন নিচ্ছিলেন। এটি স্ক্যানার মেশিনেও ধরা পড়েনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা হেরোইন পাউডার উদ্ধার করে আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ।

এ নিয়ে আখাউড়া কাস্টমসের অবহেলা নিয়ে প্রশ্ন উঠলে জানা গেছে, গত এক মাস আগে এনবিআরের চেয়ারম্যান আখাউড়া স্থলবন্দর কাস্টমসের অত্যাধুনিক একটি স্ক্যানার মেশিনের উদ্বোধন করে যান। উদ্বোধন করার পর গত এক মাসেও সেটি ব্যবহার করেনি কাস্টমস কর্মকর্তারা।

আজ ১১ জুন সোমবার দুপুরে সরজমিনে স্থলবন্দর কাস্টমসে গিয়ে দেখা যায় স্ক্যানার মেশিনের ভাবনটির দরজা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে কাস্টমসের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, ভারতে যাওয়ার সময় কোন যাত্রীকে স্কেনার মেশিনে চেকিং করা হয় না।

এইদিকে ইমিগ্রেশন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি স্ক্যানার মেশিন থাকলেও সেই মেশিনটি তিন দিন যাবত নষ্ট হয়ে পরে আছে।

এ বিষয়ে আখাউড়া স্থল ও শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান ছুটিতে থাকায় তার মোবাইলে একাদিক বার ফোন করা হলেও রিসিভ করেননি।

বার্তাবাজার/এম আই