জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদারের একটি বক্তব্য ” অনশনকারীর উপর হামলা প্রথমদিন হলে ভালো হতো” অংশটি শীর্ষক শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত হলে তিনি বলেন আমি একথা বলি নি। এই কথা প্রমাণিত হলে পদত্যাগ করবো।

বুধবার (০৭/০৬/২৩) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের পেছনে সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ করে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘অনশনকারীর উপর হামলা প্রথমদিন হলে সুবিধা হতো’ এই বাক্যটির ৭টি শব্দের মধ্যে ৪টি শব্দও যদি পাশাপাশি আমি বলে থাকি তাহলে আমি পদত্যাগ করবো। ক্যম্পাস ছেড়ে চলে যাব।’

পরবর্তীতে মুঠোফোনে এই চ্যালেঞ্জের সত্যতা জানতে চাইলেও তিনি একই কথা বলেন।

এদিকে ‘অনশনকারীর উপর হামলা প্রথমদিন হলে সুবিধা হতো’ এই বাক্যটি তিনি বলেছেন। এর সত্যতা নিশ্চিত করে এমন একটি অডিও প্রতিনিধিদের কাছে এসেছে। এর আগে আজ দুপুর দেড়টায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি গণরুম বিলুপ্তি, অছাত্রদের হল ত্যাগ ও গণরুম, মিনি-গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন সুনিশ্চিত করার দাবিতে অনশন করা শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের উপর হামলার প্রসঙ্গে তিনি এই উক্তিটি করেন।

অডিও রেকর্ডে শোনা যায়, যারা হামলা করেছে তারা প্রশাসনকে সহযোগিতা করার জন্য হোক আর অসহযোগিতা করার জন্য হোক আমি পারসোনালি মনে করি এটা (হামলা) প্রথমদিন করলে সুবিধা হতো, সমস্যাটি আগেই সমাধান হয়ে যেত।

অডিওতে তিনি আরও বলেন, হামলার পর ছেলেটা কাল উপাচার্য বাসভনের সামনে এসেছে। একটা ছেলে ৭ দিন ধরে কীভাবে না খেয়ে থাকে! এটা আমার বুঝে আসে না। আমি একবেলা না খাইলে আমার অবস্থা অস্থির হয়ে যায়, সে ৭ দিন না খেয়ে কেমনে আছে?

এসময় বৈঠকে উপাচার্য অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারসহ ডিসিপ্লিন্যারি কমিটির সদস্য এবং ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রাত ১১ টায় (৬ জুন) মীর মশাররফ হোসেন হলে অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্ৰত্যয় এবং তার সাথে থাকা প্রগতিশীল শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের লাঞ্চিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করেন প্রগতিশীল শিক্ষার্থীরা।

তিনি বর্তমানে হল প্রভোস্ট কমিটির সভাপতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্টের দায়িত্বও পালন করছেন।

বার্তা বাজার/রাআ