জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৭ জুন)বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক অজিত কুমার মজুমদার বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি আমার একক কোন সিদ্ধান্ত নয়। সিন্ডিকেটের সব সদস্যদের মতামতের ভিত্তিতেই শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়। গত ৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা বাজার/রাআ