শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন। তিনি কখনও কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেননি। বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘৬ দফা : বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন কোনো কাজ করেছেন, তখন বুদ্ধিজীবীসহ অন্যান্য সেক্টরে যারা আছেন তাদের মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি সামনে এগিয়ে গেছেন। আজকে শেখ হাসিনা অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সময় অনেক ষড়যন্ত্র হয়েছিল। এখনও ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরের কিছু মানুষ আমাদের বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ৭ জুনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদেরকে অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে কারো বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার প্রমুখ।

বার্তা বাজার/জে আই