জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবসরত্তোর গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক সুবিধার অর্থ প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) বেলা ১১টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যপী মানববন্ধন শেষ করে সেখান থেকেই একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের সামনে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকতা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সমিতির সদস্য সমলেম বিশ্বাস ও উপদেষ্টা জহুরুল হক।
সমাবেশ থেকে অবিলম্বে গ্র্যাচুইটির পাওনা টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। অডিট আপত্তি অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদান করতে হবে সেই সাথে অবসরপ্রাপ্তদের সকল প্রকার পাওনাদি অবিলম্বে পরিশোধ করার দাবি জানানো হয়।
বার্তাবাজার/এম আই