মাদারীপুরের রাজৈরে ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’ এর আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে ও টেকেরহাট আবাসিক এলাকায় বর্ণাঢ্য র‍্যালি করা হয়। পরে দুপুরে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রক্তদানে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল। বিশেষ অতিথি উপজেলা যুবলীগের আহবায়ক রিজওয়ানুল হক রেজন, মাদারীপুর জেলা যুব একতা পরিষদ সভাপতি এনামুল বাঘা, নিরাপদ চিকিৎসা চাই প্রতিষ্ঠাতা এডভোকেট মশিউর রহমান পারভেজ, তারুণ্য পরিবার প্রতিষ্ঠাতা সোহাগ হাসান, খালিয়া ইউপি সদস্য মোঃ আরিফ শেখসহ নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাতা আজগর শেখ ও তরিকুল ইসলাম।