পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র কারিদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরের নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য’রা বলেন, আমাদের চেয়ারম্যান আজ ১৫বছর ধরে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দায়িত্ব পালন করে আসছে। তিনি কোন সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করেনি। সে মানুষের কল্যাণে কাজ করে। দুঃস্থ মানুষদের মাঝে বি়ভিন্ন সময় অর্থ সহায়তা ও করে থাকেন। সে কোন দিন ভিজিএফের চাল আত্মসাৎ করতে পারে না। তার বিরুদ্ধে মিথ্যা অপচার করা হচ্ছে। আমরা সাধারণ জনগণ তা কোনদিনই মেনে নেব না।
উল্লেখ্য, গত ১৬জুন দিবাগত রাতে চেয়ারম্যান বিরুদ্ধে দুস্থদের বিতরণের ভিজিএফের ৬৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগ ওঠে।