পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে সপ্তাহব্যাপী মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জেলা সদরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে।

২০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় আওয়ামী শিল্পীগোষ্ঠী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের পরিবেশনায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।
আগামী ২৩ জুন উপমহাদেশের প্রাচীনতম এই দলটি তাদের (প্লাটিমা) প্রতিষ্ঠাবার্ষী উদযাপণ করবেন। বঙ্গবন্ধুর হাতে গড়া স্বাধীকার আন্দোলনের রাজনৈতিক এই দলটি বাংলাদেশর মহান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদান করেছেন।

তাইতো স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষের দেশের অন্যতম রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষী উৎসবমুখর করতে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সপ্তাহব্যপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সামাজিক নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশাপাশি থাকছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপণ, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ, শিশুদের নিয়ে বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, দলীয় কার্যালয় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোক সজ্জার সজ্জিত করা হয়েছে।

প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকছে রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা। প্রতিদিন বিকাল ৫ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০ টা পর্যন্ত।