কুমিল্লা হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, হোমনা উপজেলার হোমনা পূর্বপাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও মেয়ে সাউদা (১)।
পুলিশ জানায়, শনিবার সকালে ফেরদৌসী তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিল। পরে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বহনকৃত অটোরিকশাটি হেলে পড়ে। এ সময় ফেরদৌসী ও তার কোলে থাকা সাউদা ট্রাকের চাকার নিচে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বার্তা বাজার/জে আই