গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ। শনিবার (৩ জুন) দুপুর ১২টা থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে প্রায় ৯ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৭ জন শিক্ষার্থী।
এক ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পদ্ধতির এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে।
বার্তা বাজার/জে আই