ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১১টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহত ২ জনের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার ও আহত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর এনায়েত হোসেন ও সৈয়দ রুমান আলী প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহন ও আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলফাডাঙ্গা উপজেলার ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহত আলফাডাঙ্গা উপজেলার ৯ জন হলেন, আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি এলাকার সিরাজুল শেখের ছেলে পিকআপ চালক নজরুল শেখ (৩৫), পৌর এলাকার হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ নেওয়াজ আলীর মেয়ে কোহিনুর বেগম (৬০), একই এলাকার সৈয়দ নান্নু আলীর মেয়ে পপি বেগম (২৫), আলেক সর্দারের স্ত্রী শুকুরন নেছা (৯০) ও তার মেয়ে সূর্য বেগম (৪৫), আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের নান্নু মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৪০), একই এলাকার মিল্টন শেখের স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও তার মেয়ে নূরানী খানম (২) এবং একই ইউনিয়নের চর বাঁকাইল গ্রামের মৃত. রশিদ খানের ছেলে তবিবুর রহমান (৫৫)।

আর আহত দুইজনের মধ্যে রয়েছেন, আলফাডাঙ্গা পৌর এলাকার হিদাডাঙ্গা গ্রামের রবিউল আলমের স্ত্রী আকলিমা বেগম ও একই এলাকার নিহত পপি বেগমের ছেলে ইরফান শেখ (২)।