শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ফিটনেস সনদ না থাকায় দুই বাসমালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার মাঝিরহাট এলাকায় এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদ ও বৈশাখী ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে বিভিন্ন পেশার মানুষ। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে যাত্রীর সংখ্যা বেশি হওয়ার সুযোগে শরীয়তপুর-ঢাকা রুটে অসাধু বাস মালিকরা ফিটনেস বিহীন বাস যোগে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে শরীয়তপুর-ঢাকা রুটে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ফিটনেস সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়াও একজন মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের নির্দেশ অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।