লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক।জেলা রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। বিজয়ী প্রার্থী মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

বুধবার সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। এরপর ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা হয়।

জেলা পরিষদের উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক মোট ভোট পান ২শত ৮২টি । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফুরা বেগম ভোট পান ২শত ৭৩টি ভোট পান।

এছাড়াও মোটর সাইকেল প্রতীকে মোঃ মমতাজ আলী ৫৮টি, আশরাফ হোসেন বাদল ৭টি, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা কোন ভোট পাননি। ৬২৪টি ভোটের মধ্যে ভোট কাস্ট হয় ৬২০টি। ভোট দোয়ার হার ছিল ৯৯.৩৫ শতাংশ।

উল্লেখ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হওয়ায় এই পটটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।