উখিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আলোচনা সভা,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্টিত হয়েছে।
উখিয়া প্রেস ক্লাবের হল রুমে সংগঠনের সভাপতি ও বার্তা বাজার এর প্রতিনিধি সাঈদ মুহাম্মদ আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তানভীর হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক অর্থনীতির কাগজ এর প্রতিনিধি রতন কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন, দৈনিক ইনকিলাব এর আঞ্চলিক ব্যুরো প্রধান শামসুল হক শারেক, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের দাতা সদস্য রাশেল চৌধুরী, জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের দাতা সদস্য আলহাজ্ব কবির আহমদ সওদাগর।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) আমিনুল হক আমিন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দুদুক এর পিপি অ্যাডভোকেট আবদুর রহিম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিকী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী, আরটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও সংগঠনের সহ সাইফুর রহিম শাহিন,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুসান, সাবেক সহ সভাপতি গফুর মিয়া চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এ এইচ সেলিম উল্লাহ, বাংলা টিভি’র কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন, মোহানা টিভি’র জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য সম্পাদক কাজী হুময়ান কবির বাচ্চু, দপ্তর সম্পাদক শফিউল শাহিন, নির্বাহী সদস্য নুরুল হক খান, নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, সদস্য আবদুল্লাহ আল আজিজ,সদস্য ইব্রাহীম মোস্তফা, সদস্য শহিদ রুবেল সহ ক্লাবে সকল সদস্য, সংগঠনের শুভাকাঙ্ক্ষী, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।