২০২০ সালে আইসিসি যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। বৈশ্বিক এই মেগা ইভেন্টে আকবর আলীর দল বিশ্ব জয়ের উৎসবে মেতেছিল। এরপরই যেন পথ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। গত আসরে নিজেদের জয়ের ধারা তো ধরে রাখতেই পারেনি, টাইগার যুবারা পথ হারিয়ে বসেছে।

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের পরবর্তী আসব। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আগে থেকেই নিজেদের প্রস্তুত করেছে জুনিয়র টাইগাররা। তবে সদ্যই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

বুধবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। এরপর ভারতের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের।

সিরিজে খুলনা ও রাজশাহীতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ৬ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়েই প্রায় অর্ধযুগ পর আন্তর্জাতিক খেলা ফিরতে যাচ্ছে খুলনায়। একই ভেন্যুতে ৯ ও ১১ জুলাই পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। পাকিস্তান যুব দলের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় এক যুগ পর খেলা মাঠে গড়িয়েছিল রাজশাহীতে। আফ্রিকা যুবাদের বিপক্ষে শেষ ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৪ ও ১৭ জুলাই।

বার্তা বাজার/জে আই