সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের মিলবাজার ও কাটিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।
এব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় প্রতিদিন শতশত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রমজান মাসের প্রথম দিনে শতাধিকেরও অধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।