“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” এই স্লোগানে নোয়াখালী হাতিয়ায় উদ্বোধন করা হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ। ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার কাজীর বাজারে র‍্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মৎস্য ব্যবসায়ী আব্দুস সহিদ, কোস্টগার্ড প্রতিনিধি সহ জেলেরা।

এসময় হাতিয়ার বিভিন্ন মাছঘাট থেকে আসা দুই শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তারা জাটকা ইলিশ শিকারে বিভিন্ন ক্ষতির বিষয়ে আলোচনা করেন। এছাড়া এই কাজে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন। পরে জেলেদের উপস্থিতিতে একটি র‍্যালি কাজির বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।