রগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আংশিক এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. রিয়াজ পাহলান এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসান মিয়া। সোমবার (৩ মার্চ) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
৩ মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নং বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত করা হল। এবং আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি দেয়া হলো। কমিটির সহ-সভাপতি আল আমিন হোসেন, হোসাইন গোলদার রাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, শামীম হোসাইন। এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সুজন হৃদয়, রাব্বি আহমেদ ও সিফাতুল ইসলাম জিয়া নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি রিয়াজ পাহলান বলেন, দক্ষিণবঙ্গের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদরখালী ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলব।